বেসরকারি বিএড কলেজের ফি এক ধাক্কায় ৫০ হাজার টাকা থেকে দেড় লক্ষ করার প্রতিবাদে শুক্রবার ফি বৃদ্ধির প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি দিল বিএড সংগ্রাম কমিটি। কমিটির দাবি, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আরও সরকারি কলেজ তৈরি করতে হবে। যাতে কম খরচে সরকারি কলেজে ছাত্রছাত্রীরা বিএড পড়ার সুযোগ পান। সরকারি কলেজগুলিতে আসন সংখ্যা বৃদ্ধিরও দাবি জানানো হয়। কমিটির পক্ষে দীপক রায় বলেন, “সরকারি চাকরির আশায় সকলেই বিএড পড়ার চেষ্টা করছেন। বেসরকারি কলেজগুলি মোটা টাকা দাবি করছে।’’ রেজিস্ট্রার জয়ন্তকিশোর কুণ্ডুর বলেন, “এটা উচ্চশিক্ষা দফতরের সিদ্ধান্ত। নেওয়া হয়েছে। আমাদের কিছুই করার নেই।’’