মাঠে বসে গল্প করার সময় বিস্ফোরণে জখম হলেন তিন ছাত্র। আহত অঙ্কন ভট্টাচার্য, সুমন রায়, নীলাদ্রি সোম তিনজনেই ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় হস্টেলের পিছন দিকের মাঠে পড়ে থাকা খৈনির কোটো ওই ছাত্রদের নজরে পড়ে। এক জন কৌটোটি কুড়িয়ে অন্যদের দিকে ছুঁড়ে দিলে বিস্ফোরণ হয়। জখম তিন জনকে নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খড়্গপুর কলেজের শিক্ষক কৌশিক ঘোষ বলেন, ‘‘কোয়ার্টারে ছিলাম। হঠাৎ বিকট শব্দ পাই।’’ আসে পুলিশ কুকুর। তবে বিস্ফোরণ জোরালো নয় বলে জানিয়েছে পুলিশ।