বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে এক মূক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল পড়শি যুবককে। বুধবার দুপুরে খড়্গপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের দেবলপুর কালকাটি এলাকায় ঘটনাটি ঘটে। রাতে খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত বছর তিরিশের শেখ সাত্তারকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে। বছর সাতাশের নিগৃহীতা ওই যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। মুসলিম ওই যুবতীর শ্লীলতাহানির ঘটনায় যথাযথ তদন্তের দাবিতে সরব বিজেপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মূক যুবতীর সম্পর্কিত এক বোনের বিয়ে উপলক্ষে দিন কয়েক আগে বিহারে গিয়েছেন যুবতীর বাবা-মা। বাড়িতে দাদা ও ভাইয়ের সঙ্গে ছিলেন ওই যুবতী। বুধবার ঘটনার সময় তাঁর দাদা মাছের আড়তে কাজে গিয়েছিলেন। আর ভাই গিয়েছিল টিউশনে। দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই যুবতী। হঠাৎ বৃষ্টি শুরু হয়। অভিযোগ, তখনই ওই মূক যুবতীর বাড়িতে ঢুকে পড়ে তার শ্লীলতাহানি করে সাত্তার। রাতে দাদা বাড়ি ফেরার পর সব জানান ওই যুবতী। পরে থানায় অভিযোগ দায়ের হয়।
ঘটনার পরই পালিয়েছিল অভিযুক্ত যুবক। তাকে গ্রেফতারের দাবিতে এ দিন সকালে টাউন থানায় আসে বিজেপির একটি প্রতিনিধিদল। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানায় আইসি দীপক সরকারের কাছে। প্রতিনিধিদলে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রভাকর তিওয়ারি, দলের খড়্গপুর শহর সভপতি প্রেমচাঁদ ঝাঁ প্রমুখ। থানা থেকে বেরিয়ে প্রভাকরবাবু বলেন, “ওই যুবতী কথা ঠিকমতো কথা বলতে পারেন না। আমরা ঘটনার সঠিক তদন্ত দাবি করেছি।” এ দিন দুপুরে থানার কাছ থেকেই অভিযুক্ত সাত্তারকে গ্রেফতার করে পুলিশ। আজ, শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হবে।