রেল লাইনের ধার থেকে এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। নাম মায়া সিংহ (২৫)। সোমবার রাতে কাঁসাই হল্ট ও মেদিনীপুর স্টেশনের মাঝে আইন কলেজের কাছে ওই দেহটি পড়ে থাকতে দেখা যায়। মায়া খড়্গপুরের সোনামুখীর বাসিন্দা। মেদিনীপুরের তাঁতিগেড়িয়ায় দিদি ছায়া সিংহের বাড়িতে থাকতেন তিনি। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিদির বাড়িতে থাকার জন্য তাঁকে নিয়ে দিদি-জামাইবাবুর অশান্তি হত। তা নিয়ে অবসাদে ভুগছিলেন মায়া। পুলিশের সন্দেহ, সেই অবসাদ থেকে খড়্গপুরগামী কোনও ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই তরুণী।