শনিবার রেশনে খারাপ চাল দেওয়ার অভিযোগে বিনপুরের দহিজুড়িতে রেশন সামগ্রীর এক ডিস্ট্রিবিউটারের চারটি গুদাম সিল করে দিয়েছিল খাদ্য ও সরবরাহ দফতর। রবিবার অবশ্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে চারটি গুদামের সিল খুলে চালের মান পরীক্ষা করলেন খাদ্য দফতরের আধিকারিকেরা। এ দিন চারটি গুদামে চালের নমুনা পরীক্ষার করার পরে জেলার খাদ্য সরবরাহ দফতরের গুণমান পরিদর্শক রবীন সামন্ত বলেন, “খারাপ চালের বস্তা চিহ্নিত করা হয়েছে। ওই বস্তাগুলি সংশ্লিষ্ট জায়গায় ফেরত পাঠানোর জন্য ডিস্ট্রিবিউটারের প্রতিনিধিকে বলা হয়েছে।” এ দিন ঝাড়গ্রাম মহকুমা খাদ্য নিয়ামক তরুণকুমার মণ্ডল ঝাড়গ্রাম ও শিলদার রেশন ডিস্ট্রিবিউটার পয়েন্ট গুলি পরিদর্শন করেন। খাদ্য দফতর সূত্রের খবর, ওই ডিস্ট্রিবিউটার পয়েন্ট গুলিতেও কিছু খারাপ চাল চিহ্নিত করা হয়েছে। গ্রাহকদের খারাপ চাল নিতে নিষেধ করা হয়েছে। জেলা খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায় বলেন, “কেন এমন হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
রেশনে খারাপ চাল দেওয়ার অভিযোগে শনিবার সকালে বিনপুরের দহিজুড়িতে ঘন্টাখানেক রাজ্য সড়ক অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে বাসিন্দাদের দাবিতে স্থানীয় রেশন ডিস্ট্রিবিউটরের চারটি গুদাম সিল করে দেয় খাদ্য দফতর। অভিযোগ, ওই ডিস্ট্রিবিউটরের গুদাম থেকে এলাকার রেশন দোকানগুলিতে খারাপ চাল সরবরাহ করা হচ্ছিল।
মহকুমা খাদ্য ও সরবরাহ দফতরের সরকার মনোনীত প্রতিনিধি তথা তৃণমূলের ঝাড়গ্রাম শহর সভাপতি প্রশান্ত রায়ের অভিযোগ, “রাজ্য সরকার জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য ভাল মানের চাল দিচ্ছে। কিন্তু একটি মহলের লোকজন সরকারকে হেয় করার জন্য ভাল চালের পরিবর্তে খারাপ চাল দিচ্ছে।” ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ফজলু আলম বলেন, “ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে প্রায় খারাপ চাল সরবরাহ করা হয়। এর আগে বিষয়টি আমরা খাদ্য দফতরের নজরে এনেছিলাম। রেশনে যাতে খারাপ চাল সরবরাহ না করা হয়, সংশ্লিষ্ট মহলকে জানিয়েছি।”