এ রাজ্যে মেয়েদের উপর নির্যাতনের ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পথেঘাটে বেরিয়ে মেয়েদের আক্রান্ত হওয়ার নজির তো রয়েইছে, সম্প্রতি মেয়েদের স্কুলের মধ্যে বহিরাগতের ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে মেয়েদেরই এগিয়ে আসতে হবে। সেই ভাবনা থেকেই ছাত্রছাত্রীদেরই ক্যারাটে এবং কুংফু প্রশিক্ষণ দিতে উদ্যোগী হলেন শালবনি থানা এলাকার ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে শুরু হল প্রশিক্ষণ। স্কুল কর্তৃপক্ষ জানান, নিয়মমাফিক পড়াশোনার সঙ্গে নিয়মিত আত্মরক্ষার প্রাথমিক পাঠ দেওয়াও চলবে। স্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী বলেন, “আত্মরক্ষার কৌশল হিসেবেই ছাত্রছাত্রীদের ক্যারাটে ও কুংফু শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এই প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের অনেক সাহায্য করবে।”
এ দিন যারা প্রশিক্ষণ নেয়, তাদের মধ্যে ছিল উষা পাঁজা, প্রেয়সী পাতর, প্রায়ন্তিকা হাজারি, সুজাতা দাসেরা। উষা, প্রেয়সী একাদশ শ্রেণির ছাত্রী। সুজাতা পড়ে দ্বাদশ শ্রেণিতে, আর প্রায়ন্তিকা আগামী বছর মাধ্যমিক দেবে। এদের সকলেরই এক বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশিক্ষণ জরুরি। স্কুল-কর্তৃপক্ষ অবশ্য ছাত্রছাত্রী উভয়কেই প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছেন। প্রধান শিক্ষকের কথায়, “খবরের কাগজে চোখ রাখলে কত রকম নিরাপত্তাহীনতার খবর নজরে আসে। প্রশাসনিক তত্পরতার সঙ্গে সঙ্গে যদি ছাত্রছাত্রীরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা প্রাথমিক ভাবে করতে পারে, তাহলে সমস্যার সমাধান অনেকটাই সহজ হয়ে যায়।” আশা চালক, সন্তোষী রায়, সুমিনা খাতুন, খুকুমণি মুর্মুরাও তাই স্কুল-কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছে।
প্রথম দিনই স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন, যা শেখানো হবে, তা বাড়িতে গিয়ে অভ্যাস করতে হবে। এটা স্বাস্থ্যের পক্ষেও ভাল আর নিশ্চিত ভাবে মানসিক জোরও বাড়বে। প্রথম দিনের প্রশিক্ষণে শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।