বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির নবম সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার, মেদিনীপুর শহরের গোলকপতি ভবনে। ছিলেন সব মিলিয়ে ২১৪ জন। সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের টিচার ইনচার্জ সুধীন্দ্রনাথ বাগ।ছিলেন উমাশঙ্কর রায়, পার্থ দাস প্রমুখ। ২১ জন আলোচনায় যোগ দিয়েছিলেন। সাক্ষরতার প্রসারে আরও কি কি করণীয়, তা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের মধ্য দিয়ে সমিতির নতুন জেলা কমিটিও গঠন হয়। ৫১ জন সদস্যের জেলা কমিটির সম্পাদক হন শিশির মহাপাত্র। সভাপতি নভেন্দু হোতা।