একই দিনে একই সময়ে দু’টি বিষয়ের পরীক্ষার সময়সূচি নিয়ে স্মারকলিপি জমা দিল ছাত্র পরিষদ। সোমবার খড়্গপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ওই স্মারকলিপি জমা করা হয়। আগামী ২৩ জুন থেকে প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। তবে ৩ জুন সংস্কৃত ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হতে চলায় বিপাকে পড়েছেন এই কলেজের একাংশ পড়ুয়া। তাঁদের দাবি, কলেজে ভর্তির সময়ে এই দু’টি বিষয় কলেজ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার সময়সূচিতে পার্থক্য না থাকায় তাঁরা এখন অসহায় হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন। এ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত মণ্ডল বলেন, “কিছু পড়ুয়া যোগাযোগ করে লিখিতভাবে অভিযোগটি দিয়েছে।