চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সদ্যসমাপ্ত জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে দেশের ক্ষুদে বিজ্ঞানী হিসেবে বিশেষ সাফল্য অর্জন করল কাঁথি পাবলিক স্কুলের ছাত্রী কষিতা পন্ডা । ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের চূড়ান্ত প্রতিযোগিতায় কষিতা পন্ডা সাতশো প্রতিযোগীর মধ্যে নির্বাচিত প্রথম ১৬ জনের মধ্যে অন্যতম। কাঁথি পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস জানান, জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে কষিতার বিষয়বস্তু ছিল ‘চর্মরোগে জলবায়ু ও তার প্রভাব’। আগামীদিনে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান মন্ত্রকের সাহায্যে ষষ্ঠ শ্রেণির এই ছাত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে।