আরএসপি-র যুব সংগঠন বিপ্লবী যুব ফ্রন্টের ত্রয়োদশ রাজ্য সম্মেলনের উদ্বোধন করলেন দলের রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। শনিবার তমলুকের নিমতৌড়ির স্মৃতিসৌধে ওই অনুষ্ঠানে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, ‘‘রাজ্যের মানুষের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। ভাঙাচোরা বাড়ির মেঝের গর্ত, পোকা-মাকড় ঢাকতে কার্পেট দিয়ে যেমন ঢাকার চেষ্টা করা হয়, সে ভাবে নিজেদের ব্যর্থতা চাপা দিতে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে রঙিন কার্পেট দিয়ে দিতে চাইছেন।’’ বাম আমলের কিছু পদক্ষেপকেও সমালোচনা করতে ছাড়েননি ক্ষিতিবাবু। আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট গঠন নিয়ে ক্ষিতিবাবু বলেন, ‘‘এ বিষয়ে আমাদের দলের অবস্থান এখনও স্থির হয়নি। কেন্দ্রীয় কমিটিতে বিকল্প শক্তি হিসেবে বামদলগুলির ঐক্য গড়ার তোলায় সমর্থন করার সিদ্ধান্ত হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশিকা মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।’’