নানা পরিকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার অধ্যক্ষের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তাররা। এই মেডিক্যাল কলেজের বেশ কয়েকটি ঘর বেহাল। বৃষ্টি হলে জল পড়ে। জানলাও ভাঙা। তা দিয়ে বহিরাগতেরা ঢোকে। হস্টেলেও পরিকাঠামোগত সমস্যাও রয়েছে। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, ঠিকমতো ক্লাস হয় না। একাংশ শিক্ষক সময়ে আসেন না। কলেজে পানীয় জলের সমস্যাও রয়েছে। মেডিক্যাল কলেজে দুর্নীতি চলছে বলে আবার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। এ ক্ষেত্রে তদন্ত কমিটি গড়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। আর অন্য সমস্যা প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যোমকেশ বেরার বক্তব্য, “ফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” কলেজের অন্য এক কর্তা মানছেন, ‘‘এখানে পরিকাঠামোর অভাবটা বেশি। কী রয়েছে, কী সহায়তা প্রয়োজন, সবই আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুধু এটুকু বলতে পারি, আমাদের তরফ থেকে চেষ্টার খামতি নেই।”