নিরাপত্তার দাবিতে পথে নামলেন মহিষাদল গার্লস কলেজের হস্টেলের প্রথম বর্ষের ছাত্রীরা। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁরা প্রথমে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। পরে তাঁরা মহিষাদল গেঁওখালি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে মহিষাদল গার্লস কলেজের অধ্যক্ষ উৎপলকুমার উত্থাসনী ঘটনাস্থলে আসেন। এরপর শুরু হয় তাঁকে ঘেরাও করে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখানো হয়। পরে মহিষাদল থানার পুলিশ এসে বিক্ষোভ তোলে। মহিষাদল গার্লস কলেজে প্রায় সাড়ে চারশো ছাত্রী থাকার মত হস্টেল রয়েছে। তবে বর্তমানে সেখানে প্রায় ২০০ ছাত্রী থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক ছাত্রীর কথায়, ‘‘পাইপ বেয়ে উঠে জানালা ভেঙে মোবাইল চুরি হয়ে গিয়েছে। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ না হওয়ায় আমরা বিক্ষোভ দেখিয়েছি।’’ কলেজের অধ্যক্ষ উৎপলকুমার উত্থাসনীর কথায়, ‘‘ছাত্রীর মোবাইল চুরি গিয়েছে তা আমাকে জানানো হয়নি। তবে হস্টেল চত্বরে নিরাপত্তীরক্ষী মোতায়েন করা হয়েছে। পাঁচিলের সমস্যা মেটানোরও চেষ্টা করছি।’’ কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, ‘‘পরবর্তী পরিচালন সমিতির বৈঠকে কলেজ কর্তৃপক্ষের জানতে চাইব কেন হস্টেলের ছাত্রীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।’’