রাতের মতো দিনেও পশ্চিমবঙ্গবাসীকে কাঁপতে হবে হু হু করে। কারণ আগামী কয়েক দিন গোটা রাজ্যে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের কম। রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে অন্তত আরও সাত দিন। সেই সঙ্গে কুয়াশা থাকবে গোটা রাজ্যে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন বা রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। একই ভাবে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। উত্তরবঙ্গও থাকবে কুয়াশাচ্ছন্ন। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারে ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহারে সোমবারও থাকবে হলুদ সতর্কতা।
মালদহ এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের পরিস্থিতি রয়েছে শনিবার। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৪ ডিগ্রি বা তার নীচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকলে শীতল দিন ঘোষণা হয়। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস। মালদহে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার ও রায়গঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বালুরঘাটে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার পারদ নেমেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। কল্যাণীতে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৯ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ৯ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা নেমেছে। পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।
অন্য দিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে থাকে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্মচাপে পরিণত হয়েছে। ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার বিকেল তার শ্রীলঙ্কা উপকূলে প্রবেশ করার কথা। যদিও তার প্রভাব এ রাজ্যে আবহাওয়ায় পড়ছে না। আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।