Advertisement
০২ মে ২০২৪

মমতার তালুকে রাজনাথ

পশ্চিমবঙ্গের জনমত বিজেপি-র পক্ষে যাওয়ার নানা ইঙ্গিত ইদানীং রাজ্য রাজনীতিতে মিলছে। এই সময়ে দলের সংগঠন মজবুত করতে আজ, শুক্রবার মুখ্যমন্ত্রীর খাসতালুক দক্ষিণ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:২৩
Share: Save:

পশ্চিমবঙ্গের জনমত বিজেপি-র পক্ষে যাওয়ার নানা ইঙ্গিত ইদানীং রাজ্য রাজনীতিতে মিলছে। এই সময়ে দলের সংগঠন মজবুত করতে আজ, শুক্রবার মুখ্যমন্ত্রীর খাসতালুক দক্ষিণ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। একই উদ্দেশ্যে আজ হাওড়ায় আসবেন কেন্দ্রীয় জলসম্পদ ও নদী উন্নয়ন মন্ত্রী উমা ভারতী। রাজনাথ বালিগঞ্জের একটি হল এবং ন্যাশনাল লাইব্রেরিতে দু’টি সাংগঠনিক বৈঠক করবেন। আর উমা দলের হাওড়া জেলা নেতৃত্ব এবং বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠকের পর জনসভা করবেন সাঁকরাইলে। সন্ধ্যায় তাঁর একটি প্রশাসনিক বৈঠকও করার কথা। পাশাপাশি, তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি, সংখ্যালঘু তোষণ এবং অনুপ্রবেশের প্রতিবাদে আজই বিজেপি-র যুব মোর্চা রাজ্য জুড়ে ‘জন জাগরণ দৌড়’ নামে একটি কর্মসূচি করছে। যাঁরা ওই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের দলীয় প্রতীক পদ্মফুলের ছবি দেওয়া টি শার্টও দেওয়া হচ্ছে যুব মোর্চার পক্ষ থেকে। যুব মোর্চার রাজ্য সভাপতি তুষার ঘোষ জানান, ওই টি শার্ট পরে প্রায় ২০ হাজার যুবক-যুবতী সব জেলাতেই আজ সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দৌড় কর্মসূচিতে যোগ দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajnath Singh Minister of Home Affairs of India BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE