টার্গেট ছিল ছেলে। কিন্তু ছেলেকে বাঁচাতে দুষ্কৃতীদের বাধা দেন বাবা। আর তাতে বাবাকেই খুন করে চম্পট দিল আততায়ীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরনার নৈহাটির হাজিনগর এলাকায়। ওই ঘটনার জেরে ফের প্রমাণিত হল, ব্যারাকপুর শিল্পাঞ্চলে সশস্ত্র দুষ্কৃতীদের এখনও কতটা অবাধ আনাগোনা!
হাজিনগরের বাসন্তীতলা এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের অমরনাথ তিওয়ারি। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ প্রায় ২০-২৫ জনের সশস্ত্র একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়। প্রত্যেকের হাতেই বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। তাঁর স্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘‘ওরা আমার ছোট ছেলেকে খুঁজছিল। আমার স্বামী ওদের বাধা দিলে গুলি করে পালায়। গুলি লাগে আমার স্বামীর বুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।”
অমরনাথের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা আততায়ীদের চিনতেও পেরেছেন বলে দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, ওই দলে ছিল বিহারি, আমন, অমিত, অনিল-সহ একাধিক যুবক। বিহারি ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত। মাস দেড়েক আগে জামিনে ছাড়া পেয়ে সে ফের ঢুকেছে এলাকায়, এমনটাই দাবি স্থানীয়দের। অমরনাথের ছোট ছেলে ছোট্টু ওরফে দীপ তিওয়ারি বলেন, ‘‘ওরা আমাকেই খুঁজছিল। বিকেলেও এক বার আমাকে খুঁজে যায়। আমি গোটা ঘটনা থানায় জানিয়ে রাতে বাড়ি ফিরি। কিন্তু ওদের লোক রাস্তায় ছিল। আমাকে বাড়ি ফিরতে দেখেই বিহারিকে খবর দেয়। তার পরেই চড়াও হয়।”