আর জি কর হাসপাতালে হুমকি প্রথার মামলায় যুক্ত হতে চাইল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ও রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন নামে দু’টি চিকিৎসক সংগঠন। জয়েন্ট প্ল্যাটফর্ম-এর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কয়েক বছর ধরে প্রশাসনের নানা স্তরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। সাসপেনশনের পরে তাঁরা আবার কলেজে ফিরছেন। একই অভিযোগ এনে মামলায় যুক্ত হওয়ার আর্জি জানান রেসিডেন্ট ডক্টর্স-এর আইনজীবী কল্লোল বসু। আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী সুমন সেনগুপ্ত জানান, নিয়ম মেনে অ্যান্টি-র্যাগিং কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটির সুপারিশে প্রাথমিক ভাবে পদক্ষেপ করেছে কলেজ। উচ্চতর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, ১৬ ডিসেম্বর পরর্বতী শুনানিতে অভিযোগ, তদন্ত ও পদক্ষেপ সংক্রান্ত সব নথি বন্ধ খামে জমা দেবে কলেজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)