Advertisement
E-Paper

মাদকে মামলার ভাবনা মুকুলের, পাল্টা তৃণমূলেরও

দলের রাজ্য দফতরে রবিবার কিছু কর্মীর বিজেপি-তে যোগদানের পরে মুকুল জানান, খন্না মোড়ের একটি অফিসে তিনি আপাতত বসবেন। দলের কর্মীদের কাছ থেকে তিনি মাদক মামলা সংক্রান্ত কাগজপত্র চান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০৩:১৯
মুকুল রায়।

মুকুল রায়।

তৃণমূলের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাদের ধরপাকড় চালিয়ে মাদক চোরাচালানের মামলায় ‘ফাঁসানো’ হচ্ছে বলে অভিযোগ অনেক দিন ধরেই করে আসছে বিরোধীরা। এ বার সেই অভিযোগের প্রতিকার চেয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর আহ্বান, শুধু বিজেপি-ই নয়। অন্যান্য দলের কর্মীরাও ওই আইনি লড়াইয়ে শরিক হতে পারেন।

দলের রাজ্য দফতরে রবিবার কিছু কর্মীর বিজেপি-তে যোগদানের পরে মুকুল জানান, খন্না মোড়ের একটি অফিসে তিনি আপাতত বসবেন। দলের কর্মীদের কাছ থেকে তিনি মাদক মামলা সংক্রান্ত কাগজপত্র চান। একটি জনস্বার্থের মামলা দায়ের করে সিবিআই তদন্ত দাবি করতে চান তিনি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক কর্মীদের এ ভাবে মাদক চালানের মামলা দিয়ে জামিন অযোগ্য ধারায় আটক করার প্রবণতা আগে দেখা যায়নি বলেও মুকুলের মন্তব্য। অন্যান্য দলকেও কি তিনি চিঠি পাঠাবেন? মুকুল বলেন, ‘‘আলাদা করে কাউকে পাঠাব না। তবে সকলেই কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন।’’ রাজ্য স্তরে কর্মসূচি সেরে দিনকয়েক পরে আবার সবং যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন: ‘বাবরি ২৫’-এ সভা মমতার, পথে বাম

মুকুলের আদিবাড়ির অদূরে কাঁচরাপাড়া গাঁধীমোড়ে সভা করে তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক এ দিনই আবার মুকুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অন্তত চারটি বেনামি সংস্থা চালানোর। তাঁদের কাছেও অনেক তথ্য আছে দাবি করে পার্থ জানান, মুখ্যমন্ত্রীকে আর্জি জানানো হবে বেনামি সংস্থার বিষয়ে সিআইডি তদন্ত করার। তবে তৃণমূলের ওই সভায় ছিলেন না মুকুলের বিধায়ক-পুত্র শুভ্রাংশু রায়।

Mukul Roy Case Court Drug TMC BJP মুকুল রায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy