বিধানসভা ভোটের আগে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য বাড়তি পদ তৈরি করল রাজ্য সরকার। বুধবার পদবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে।
রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিষয়ক দফতরের সচিব ‘রাজ্যপালের নির্দেশক্রমে’ এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তির ঘোষণা অনুযায়ী বিশেষ সচিব পদে অতিরিক্ত ৪০টি পদ এবং যুগ্মসচিব পর্যায়ের আরও ১০০টি পদ সৃষ্টি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগেই অতিরিক্ত পদ তৈরির আবেদন জানিয়েছিলেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধানসভা ভোটের আগে সেই প্রতিশ্রুতি কার্যকর হল। এর ফলে ডব্লিউবিসিএস (এগজ়িকিউটিভ) আধিকারিকদের একটি বড় অংশ উপকৃত হবেন বলে নবান্ন সূত্রের খবর।