জাল লটারি পাইকারি এবং খুচরো বিক্রির অভিযোগে পুলিশের হাতে পাকড়াও তিন ব্যক্তি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানিনগর এলাকায়। ধৃতদের নাম লক্ষ্মী মণ্ডল, মনিরুল শেখ এবং কলিমুদ্দিন শেখ। অভিযুক্তেরা প্রত্যেকেই রানিনগরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুর্শিদাবাদ জেলায় বৃহত্তর জাল লটারি চক্রের সন্ধান মিলেছে বলে খবর। অভিযুক্তেরা নকল টিকিট আমদানি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। ওই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে রঘুনাথগঞ্জের বিভিন্ন থানা এলাকা থেকে নকল লটারির টিকিট বিক্রির অভিযোগ উঠে আসছিল। তথ্য সংগ্রহের পর পুলিশ জানতে পারে দু’-তিন জন ব্যক্তি এই অসাধু কারবারের মূল পাণ্ডা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রানিনগরের বেশ কিছু এলাকায় হানা দেয় পুলিশের একটি দল। তাতে বেশ কিছু জাল লটারির টিকিট এবং নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। ধরা হয় তিন জনকে। তাঁরা কোথা থেকে জাল লটারি টিকিট আমদানি করতেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন:
রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, একাধিক এলাকায় হানা দিয়ে কয়েক হাজার জাল লটারির টিকিট বাজেয়াপ্ত হয়েছে। তদন্ত চলছে। মাস দুয়েক আগেই রঘুনাথগঞ্জের মিঞাপুর রেলসেতুর কাছে অভিযান চালিয়ে প্রচুর জাল লটারির টিকিট-সহ ছয় যুবককে পুলিশ গ্রেফতার করেছিল।