মাত্র দেড় কিলোমিটার রাস্তা। ওইটুকু সংস্কার হলেই সাগরগিঘির গোবর্ধনডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার লালিপলি ও লাগোয়া ১২-১৪টি গ্রামের লোকজনের ১৮ কিলোমিটার পথের দৈর্ঘ্য কমে নেমে আসবে মাত্র আড়াই কিলোমিটারে।
সেই রাস্তা সংস্কার না হওয়ায় গ্রামের এক বৃদ্ধ মঞ্চ গড়ে ৪৬ দিন ধরে অনশন চালিয়ে যচ্ছেন। কান্তিপ্রসাদ মণ্ডলের দাবি, ‘‘রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়া পর্যন্ত অনশনে চলবে।’’
ওই দেড় কিলোমিটার পথের মধ্যে আধ কিলোমিটার সাগরদিঘি থানা এলাকার। বাকি এক কিলোমিটার পড়ে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক এলাকায়। সাগরদিঘির বিডিও দেবব্রত সরকার বলেন, ‘‘সাগরদিঘি ব্লকের আওতায় থাকা আধ কিলোমিটার রাস্তা কংক্রিট ঢালাই করে দেওয়া হবে।’’ মুর্শিদাবাদ-জিয়াগঞ্জের বিডিও রহমত আলি বলেন, ‘‘ওই রাস্তার জমির মালিকানা নিয়ে জট বেধেছে। কান্তিপ্রসাদকে বলেছি, গণ দরখাস্ত জমা দিতে ও ব্লক ভূমি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে।’’