তিন বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তাঁর বাড়ি নবগ্রাম থানার মেহেদিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে জেলার একটি রেলস্টেশন সংলগ্ন এলাকায় ওই শিশুর উপর নির্যাতন চালানো হয়। স্থানীয়েরা শিশুটিকে উদ্ধার করেন। পরে তার চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার শিশুর মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। ওই স্টেশন সংলগ্ন এলাকা থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা শিশুকন্যাটির শারীরিক পরীক্ষা করার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’