Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ কালীগঞ্জে

প্রার্থী বদলের দাবিতে পথে নামলেন কংগ্রেস কর্মীরা। শনিবার কালীগঞ্জের পলাশিতে প্রার্থী কাবিলউদ্দিন শেখের বদলে নতুন প্রার্থীর দাবিতে মিছিল করেন কংগ্রেস কর্মীদের একাংশ। শুক্রবার কংগ্রেসের দ্বিতীয় দফার তালিকা প্রকাশ হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০১:৫৫
Share: Save:

প্রার্থী বদলের দাবিতে পথে নামলেন কংগ্রেস কর্মীরা। শনিবার কালীগঞ্জের পলাশিতে প্রার্থী কাবিলউদ্দিন শেখের বদলে নতুন প্রার্থীর দাবিতে মিছিল করেন কংগ্রেস কর্মীদের একাংশ। শুক্রবার কংগ্রেসের দ্বিতীয় দফার তালিকা প্রকাশ হয়েছে। কালীগঞ্জ বিধানসভার প্রার্থী করা হয়েছে কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল কাবিলউদ্দিন শেখকে। বিক্ষোভকারীদের দাবি, কাবিলউদ্দিন নয়, ‘উজ্জ্বল স্বচ্ছ ভাবমূর্তি’ রয়েছে এমন কাউকে প্রার্থী করতে হবে। তা না হলে নির্দল প্রার্থী দেওয়ার হুমকিও দেন তাঁরা। কালীগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি মিসবাহুল ইসলাম বলেন, “কর্মীরা কাবিলউদ্দিনকে প্রার্থী হিসেবে মানতে চাইছেন না। আমি দলীয় কর্মীদের পাশে রয়েছি।’’ তাঁর দাবি, শুক্রবার রাতেই দলের জেলা সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ব্লক কমিটির ৩০ জন সদস্যের মধ্যে ২০ জন এ দিন তাঁর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলে তিনি জানান।

যদিও নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহার দাবি, তিনি কোনও পদত্যাগ পত্র পাননি। তা ছাড়া প্রার্থী বদলের দাবিতে কেউ মিছিল করেছে বলে তাঁর জানা নেই। তাঁর বক্তব্য, ‘‘ব্যক্তিগত স্বার্থে কেউ এ ধরনের মিছিল করতে পারে। তবে আমরা তাতে গুরুত্ব দিচ্ছি না।’’

কাবিলউদ্দিনের বক্তব্য, ‘‘যাঁরা টিকিট পাননি, তাঁদের কেউ হয়তো এমনটা করছেন। মানুষ আমাদের সঙ্গে আছে। তাই এ ধরনের ঘটনাকে গুরুত্ব দিচ্ছি না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assembly Election2016 Krishnanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE