Advertisement
১৮ মে ২০২৪

নানা ছুতোয় জরিমানা, টোটো চালকদের বিক্ষোভ

বৈধ কাগজ ছাড়া কৃষ্ণনগর শহরে ঢুকলে একশো টাকা জরিমানা নেওয়ার প্রতিবাদে কৃষ্ণনগর-নবদ্বীপ ঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল টোটো চালকরা।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৭
Share: Save:

বৈধ কাগজ ছাড়া কৃষ্ণনগর শহরে ঢুকলে একশো টাকা জরিমানা নেওয়ার প্রতিবাদে কৃষ্ণনগর-নবদ্বীপ ঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল টোটো চালকরা। অভিযোগ, বিক্ষোভকারীরা পুরসভার কর্মীদের মারধর করে টাকা ছিনিয়েও নেয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে।

অবরোধকারী টোটো চালকদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে পঞ্চায়েত এলাকার কোন টোটো গাড়ি শহরে ঢুকলেই নানা ছুতোয় পুরসভার পক্ষ থেকে একশো টাকা করে জরিমানা করা হচ্ছে। এমনিতেই তাঁরা টোটো চালান গ্রামেই। পুরসভার ছাড়পত্র থাকার প্রয়োজন নেই। কিন্তু গ্রামের কোনও লোক অসুস্থ হলে শহরের হাসপাতালে আসতে চাইলে তাঁকে আনতে হয়। আর সেই সুযোগে পুরসভা জরিমানার জুলুম করছে। পুরপ্রধান তৃণমূলের অসীম সাহা বলেন, ‘‘শহরে টোটো গাড়ির দাপটে যানজট তৈরি হচ্ছে। শহরের গতি ক্রমশ কমে আসছে। এই অবস্থায় বাইরের টোটো এলে পরিস্থিতি আরও ভয়ানক আকার নেবে। সেই কারণেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।’’ টোটো চালকের অবশ্য পুরপ্রধানের দাবির সঙ্গে সহমত নন। তার প্রমাণ এ দিনের বিক্ষোভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Krishnanagar Toto driver Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE