ফের মাদক পাচারে উঠে এল মালদহের কালিয়াচকের নাম। শনিবার রাতে নিউ ফরাক্কা জংশন স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়ে এক মাদক পাচারকারী। তার কাছ থেকে মিলেছে ৫০০ গ্রাম হেরোইন। ধৃতের বাড়ি কালিয়াচক তিন ব্লকের বৈষ্ণবনগরে।
মালদহ জিআরপি থানার অধীনে পড়ে ফরাক্কা স্টেশন। সেখানকার আধিকারিক প্রশান্ত রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি ও নিউ ফরাক্কা রেল পুলিশের একটি দল যৌথ ভাবে মাদক পাচারকারীকে ধরতে প্রস্তুতি নেয়। সন্ধ্যার পরে নিউ ফরাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে দেহ তল্লাশি করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় পাঁচটি প্যাকেট। সেই প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন রাখা ছিল বলে অভিযোগ। রেল পুলিশ তাকে গ্রেফতার করে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ফরাক্কা রেল পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া হেরোইন বৈষ্ণবনগর থেকে আনা হয়েছিল। নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেনে দিল্লি যাচ্ছিল ওই মাদক। আগাম খবর থাকায় ট্রেনে ওঠার আগেই আমাদের হাতে ওই যুবক ধরা পড়ে।’’ ধৃতকে আদালতে তোলা হলে তার ১০ দিনের পুলিশি হেফাজত হয়েছে। হেফাজতে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের সঙ্গে আরও কেউ এই পাচার চক্রে জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। দিল্লিতে কার কাছে এই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও জানা যায়নি। তবে তদন্তকারীরা জানতে পেরেছেন, টাকার লোভ দেখিয়ে ওই যুবককে পাচারের কাজে লাগানো হচ্ছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)