Advertisement
১৯ মে ২০২৪

রাস্তায় পড়ল মাটি

ব্যক্তিগত জমিতে বেড়া ওঠায় বন্ধ হয়ে গিয়েছিল স্কুলের যাতায়াতের পথ। খবর পেয়ে সোমবার প্রশাসন সেই বেড়া উঠিয়ে দেয়। পাঁচগাছি শিবনগর প্রাথমিক স্কুলে ঢোকে পড়ুয়ারা। প্রশাসন জানিয়েছিল, মঙ্গলবার স্কুলের যাতায়াতের ওই রাস্তায় মাটি পড়বে।

নিজস্ব সংবাদদাতা
হরিহরপাড়া শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০০:৪৩
Share: Save:

ব্যক্তিগত জমিতে বেড়া ওঠায় বন্ধ হয়ে গিয়েছিল স্কুলের যাতায়াতের পথ। খবর পেয়ে সোমবার প্রশাসন সেই বেড়া উঠিয়ে দেয়। পাঁচগাছি শিবনগর প্রাথমিক স্কুলে ঢোকে পড়ুয়ারা। প্রশাসন জানিয়েছিল, মঙ্গলবার স্কুলের যাতায়াতের ওই রাস্তায় মাটি পড়বে।

হরিহরপাড়া ব্লকের যুগ্ম বিডিও উদয়কুমার পালিত জানান, মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েত ওই রাস্তায় মাটি ফেলার কাজ শুরু করেছে। দিন দুয়েকের মধ্যে কাজ শেষ হবে।

এ দিকে, মঙ্গলবার নিজের জমির রাস্তা থেকে বাঁশের বেড়া সরিয়ে নেন জমির মালিক রামকৃষ্ণ মণ্ডল। পাশের জমির মালিক মন্টু বিশ্বাস ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় এ দিন তিনি আসতে পারেননি। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ভবন থাকলেও যাতায়াতের জন্য নিজস্ব জমি নেই স্কুলের। এত দিন ব্যক্তিগত জমির উপর দিয়ে চলত যাতায়াত। সম্প্রতি নিজের জমিতে বেড়া তুলেছেন এক জমির মালিক। ফলে স্কুলে যেতে পারছিল না পড়ুয়ারা। বিপাকে পড়ে স্কুল। গত শুক্রবার এই কারণে বন্ধ ছিল স্কুল। শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়ারা এসেও স্কুলে ঢুকতে না পেরে ফিরে যান। বিষয়টি জানানো হয় প্রশাসনের কর্তাব্যক্তিদের। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road construction Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE