স্থায়ীকরণ, বর্ধিতহারে বেতন বৃদ্ধি , ৬০ বছর বয়স পযন্ত কর্মনিশ্চিয়তা-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে রবিবার অ্যাগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি(আতমা)-র কর্মী সংগঠনের পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে।
২০১৪ সালে 'আতমা' কর্মচারীদের নিয়োগ করা হয়। কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কৃষকদের সহযোগিতা করা ‘আতমা’ কর্মীদের মূল কাজ। নিজেদের ও পরিবারের সদস্যদের জীবনের তোয়াক্কা না করে গত বছর করোনা আক্রান্তের সংখ্যা যখন প্রতি দিন বাড়ছিল তখনও তাঁরা পরিষেবা দিয়েছেন কৃষকদের।
অভিযোগ, কৃষি দফতরের নির্দেশ অনুযায়ী বেশ কিছু মাস আগে ‘আতমা’ কর্মীদের বেতন খাতায়-কলমে বৃদ্ধি পেলেও, সেই বর্ধিত বেতন হাতে পাননি তাঁরা। ফলে তীব্র আর্থিক সঙ্কটে রয়েছেন অধিকাংশ কর্মী। আরও অভিযোগ, নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা সত্ত্বেও রাজ্য সরকার এই সমস্ত কর্মীদের সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে।