অভিযোগ উঠেছিল বেশ কিছু দিন আগেই। স্ত্রীকে খুন করার চেষ্টার সেই অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতারই করা হল আলিপুরদুয়ার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এস এম শাহনাওয়াজকে।
শনিবার তাঁকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে, ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ সি জে এম পিনাকি মিত্র। ওই বিচারকের আইনজীবী মিরাজুল মণ্ডল বলেন, ‘‘আগামী ২ সেপ্টেম্বর এস এম শাহনওয়াজকে আদালতে হাজির করার সময়ে কেস ডায়েরিও পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক।’’
পুলিশ জানায়, শুক্রবার জলপাইগুড়ির মার্চেন্ট রোড থেকে গ্রেফতার করা হয় ওই বিচারককে। এ দিন আদালতে রায়ের পরে, ওই বিচারককে জেলে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য একটি কথাও বলেননি তিনি।