বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে বার বার হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপিশাসিত ওড়িশায়। এ বার ওড়িশায় মুর্শিদাবাদের সাগরপাড়ার চার বাঙালি শ্রমিককে পুলিশি হেনস্থার অভিযোগে সে রাজ্যের সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল ওড়িশা হাই কোর্ট। শুক্রবার বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে কী ঘটেছে, তার বিবরণ লিখিত আকারে জমা দিতে হবে আদালতে।
গত ২৭ নভেম্বর ওড়িশার নয়াগড় জেলার ওদাগাঁও থানায় মুর্শিদাবাদের এক বাসিন্দার ভাড়াঘরে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, ঘরে ঢুকেই পেশায় ফেরিওয়ালাকে নানা কথা জিজ্ঞাসা করতে শুরু করে তারা। বাংলায় কথা বলায় ওই ব্যক্তিকে বাংলাদেশি বলে দাগিয়ে মারধর করা হয়।
এখানেই শেষ নয়, পরের দিন সন্ধ্যায় থানায় ডেকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালা এবং তাঁর তিন সঙ্গীকে। পরে ছাড়া পেয়ে চার জনই পশ্চিমবঙ্গে ফিরে আসেন।
আরও পড়ুন:
ওই ঘটনার তীব্র নিন্দা করে ওড়িশা পুলিশের আধিকারিককে সমাজমাধ্যমে উদ্ধৃত করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। ঘটনাক্রমে আব্দুস সালাম শেখ নামের একজন হাই কোর্টে মামলা করেছিলেন। গত ৯ ডিসেম্বর সেটি আদালতে ওঠে। তার পরেই ওড়িশা সরকারকে হলফনামা দিতে বলেছে সে রাজ্যের হাই কোর্ট। আগামী বছরের ১৩ জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে।