Advertisement
০৫ মে ২০২৪

রানাঘাট কাণ্ডে জড়িত তৃণমূল, দাবি শমীকের

পুরভোটের প্রচারে গিয়ে রানাঘাট-কাণ্ডে তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। ১৩ মার্চ রাতে রানাঘাটের এক কনভেন্ট স্কুলে ডাকাতি ও বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রানাঘাটে শমীক দাবি করেন, ‘‘রানাঘাট-কাণ্ডে তৃণমূল নেতারা জড়িত। ঠিকঠাক তদন্ত হলে শীঘ্রই তাঁরা ধরা পড়বেন।’’

রানাঘাটে পুরভোটের প্রচারে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।

রানাঘাটে পুরভোটের প্রচারে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০২:০১
Share: Save:

পুরভোটের প্রচারে গিয়ে রানাঘাট-কাণ্ডে তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। ১৩ মার্চ রাতে রানাঘাটের এক কনভেন্ট স্কুলে ডাকাতি ও বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রানাঘাটে শমীক দাবি করেন, ‘‘রানাঘাট-কাণ্ডে তৃণমূল নেতারা জড়িত। ঠিকঠাক তদন্ত হলে শীঘ্রই তাঁরা ধরা পড়বেন।’’

অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রানাঘাট-কাণ্ডে ভিন্-দেশি অপরাধীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। হয়তো সে জন্যই অন্য অভিযুক্তদের ধরতে দেরি হচ্ছে।’’ সুব্রতবাবুর পাল্টা কটাক্ষ, ‘‘বিজেপি তো কেন্দ্রে সরকারে আছে। তা হলে তারা দায়িত্ব নিয়ে এই ভিন্-দেশি অপরাধীদের ধরার ব্যবস্থা করুক।’’ নদিয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্তর সংযোজন: ‘‘তৃণমূলের কেউ ওই ঘটনায় জড়িত নন। রানাঘাটের মানুষ তা জানেন।’’

রানাঘাটের ওই ঘটনায় এ পর্যন্ত অভিযুক্ত হিসেবে যে আট জনের নাম উঠেছে, সিআইডি-র তদন্তকারীরা তাদের মধ্যে দু’জনকে ধরতে পেরেছেন। তার উপরে ঘটনায় মূল পাণ্ডা হিসেবে চিহ্নিত বাংলাদেশি মিলন সরকারের খোঁজ সিআইডি এত দিনেও কেন পেল না, সে প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশেরই একাংশ।

শমীকও এ দিন রানাঘাটে দাবি করেন, ‘‘প্রকৃত অপরাধীদের আড়াল করতে দু’-এক জনকে ধরা হয়েছে। তারা আদৌ ওই কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ চাইলে, অনেক কিছুই করতে পারে। অনেক ক্ষেত্রেই পুলিশ দ্রুত দোষীদের গ্রেফতারও করেছে। কিন্তু এ ক্ষেত্রে সেটা করা হচ্ছে না।’’

নদিয়ার পুলিশ সুপার অর্ণব ঘোষ এ ব্যাপারে মন্তব্য করেননি। শমীকের অভিযোগ নিয়ে মুখ খোলেনি সিআইডি-ও। তবে এ দিনও সিআইডি-কর্তারা দাবি করেছেন, তদন্ত চলছে। চলছে অন্য অভিযুক্তদের খোঁজও। পাসপোর্টধারী চার পলাতকের নামে ‘লুক-আউট সার্কুলার’ও জারি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE