Advertisement
১৯ মে ২০২৪
Kalyani

দীপার ‘হেনস্থা’, রাতে অম্বিকার  বাড়িতে চড়াও

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সগুনা পঞ্চায়েতের নবগ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজেপির বুথ স্বশক্তিকরণ কর্মসূচি ছিল।

বিক্ষোভ গড়াল অম্বিকা রায়ের বাসস্থান পর্যন্ত।

বিক্ষোভ গড়াল অম্বিকা রায়ের বাসস্থান পর্যন্ত। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১০:০৬
Share: Save:

সগুনায় কর্মসূচি ঘিরে বিজেপির ঘরের দ্বন্দ্ব বিধায়ক অম্বিকা রায়ের বাসস্থান পর্যন্ত গড়াল মঙ্গলবার রাতে। দলের সমর্থকদের একাংশ বিধায়কের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সগুনা পঞ্চায়েতের নবগ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজেপির বুথ স্বশক্তিকরণ কর্মসূচি ছিল। বিধায়কের নেতৃত্ব মানবেন না জানিয়ে দলের কিছু কর্মী সমর্থক বেরিয়ে যান। এর পর মঞ্চে থাকা কল্যাণী বিধানসভার দুই নেতার দিকে বিধায়কের ঘনিষ্ঠরা তেড়ে যান বলে অভিযোগ। পরে কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকায় বিজেপির কল্যাণী শহরমণ্ডলীর সাধারণ সম্পাদক রাজীব কীর্তনিয়া ও বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপা বিশ্বাসকে বিধায়কের ঘনিষ্ঠরা হেনস্থা করে বলে অভিযোগ। রাজীবের দাবি, “আমাকে যারা ধাক্কা দিয়েছে, তারা বিধায়কের অনুগামী।”

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দীপা বিধায়ক অম্বিকা রায়ের বিরোধী বলে পরিচিত। এমসে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থায় কাজ দেওয়া নিয়েও দু’জনের বিরোধ চলছে। মঙ্গলবার নবগ্রামের কর্মসূচি থেকে বেরিয়ে যাওয়া দলের সমর্থকরা দীপার শিবিরের বলেই পরিচিত। দীপা ও রাজীবের হেনস্থার পর সংগঠনের একাংশ বিধায়কের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বিধায়কের ফোন পেয়ে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ হয়নি। বুধবার সন্ধ্যায় কল্যাণী থানার সামনে বেশ কয়েকজনকে জমায়েত হয়েছিল। জানা যাচ্ছে, তারা বিধায়ক অম্বিকা রায়ের শিবিরের লোকজন। অম্বিকার দাবি, “দু’জনের কাউকে হেনস্থা করা হয়নি। আমার ফ্ল্যাটের নীচে এসে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা মুখে বিজেপির কথা বললেও এরা বিজেপি নয়।”

দীপা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyani BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE