তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার হল বোমা। চাপড়ার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শুধু বিজেপি এ ব্যাপারে অভিযোগে সরব হয়েছে তা-ই নয় শাসকদলেরই একাংশের দাবি, নিজের দলের কিছু লোকেদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রধান নিজেই বোমা মজুত রেখেছিলেন নিজের বাড়িতে। যদিও এই অভিযোগ মানতে চাননি তৃণমূলের ব্লক নেতৃত্ব।
মঙ্গলবার সকালে চাপড়া থানায় খবর আসে যে, হাতিশালা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুদুল শেখের বাড়ির শৌচালয়ের ছাদে বস্তার ভিতরে বোমা রাখা আছে। প্রধান নিজেও থানায় ফোন করে সে কথা জানান। পুলিশ সেখানে গিয়ে দু’টি নাইলনের থলির ভিতরে ১৬টি তাজা পেটো বোমা পায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। মাসুদুল শেখ ব্লক সভাপতি জেবের শেখের অনুগামী। তাঁর দাবি, “বোমার বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে ফাঁসানের জন্য কেউ বোমা রেখে গিয়েছে। তদন্ত করে দেখুক পুলিশ।”