Advertisement
E-Paper

টুকরো খবর

ধুবুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বার ও রেস্তোরাঁয় হানা দিয়ে এক শিশু শ্রমিককে উদ্ধার করেছে শ্রম দফতর। বুধবার সকালে চাইল্ড লাইনকে সঙ্গে নিয়ে শ্রম দফতরের কর্তারা অভিযান চালিয়ে মায়াপুর মোড়ের কাছের রেস্তোরাঁ থেকে বছর তেরোর ওই শিশু শ্রমিককে উদ্ধার করেন। পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে নদিয়া জেলা থেকে ৯ জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়।

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৯

শিশু শ্রমিক উদ্ধার ধুবুলিয়ায়

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

ধুবুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বার ও রেস্তোরাঁয় হানা দিয়ে এক শিশু শ্রমিককে উদ্ধার করেছে শ্রম দফতর। বুধবার সকালে চাইল্ড লাইনকে সঙ্গে নিয়ে শ্রম দফতরের কর্তারা অভিযান চালিয়ে মায়াপুর মোড়ের কাছের রেস্তোরাঁ থেকে বছর তেরোর ওই শিশু শ্রমিককে উদ্ধার করেন। পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে নদিয়া জেলা থেকে ৯ জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। এই সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ বলে শ্রম দফতরের কর্তাদের দাবি। সম্প্রতি কৃষ্ণনগরে শ্রমিক মেলায় উপস্থিত হয়ে শ্রম দফতরের কমিশনার জাভেদ আখতার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নদিয়া জেলাকে শিশু শ্রমিক শূন্য করার কথা ঘোষণা করেন। তিনি নিজেও অভিযানে যোগ দেবেন বলে জানান। অ্যাসিন্ট্যন্ট লেবার কমিশনার তানিয়া দত্ত বলেন, ‘‘আমাদের লক্ষ্য রয়েছে এ বছরের মধ্যে নদিয়া জেলাকে শিশু শ্রমিক মুক্ত করার। এদিনের অভিযান তারই অঙ্গ।” রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে ধুবুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিএসএফের সুবর্ণ জয়ন্তী

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

বিএসএফের ৫০ বছর পূর্তিতে রানীনগর বিএসএফ ক্যাম্পে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ৮৫ নম্বর ব্যাটেলিয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ও বিজিবির (বর্ডার গার্ড অফ বাংলাদেশ) উচ্চ আধিকারিক ও জওয়ানরা। অনুষ্ঠানে যোগ দেয় মুর্শিদাবাদ পাবলিক স্কুলের খুদে পড়ুয়ারাও। বিএসএফ জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

দল ছেড়ে বিজেপিতে

দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বামফ্রন্ট ও তৃণমূলের নেতা-কর্মীরা। বুধবার বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন জেলা কমিটির সম্পাদক আলি হুসেন-সহ ৭০০ জন ফরওয়ার্ড ব্লকের কর্মী-সমর্থক ও জলঙ্গির সাদিখাঁড়দেয়ার এলাকার তৃণমূল নেতা টিটু ও আসরাফুল মালিথ্যা-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা বহরমপুরে বিজেপির জেলা দফতরে গিয়ে যোগ দেন। বিজেপিতে যোগ দেন। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল বলেন, “বাম, কংগ্রেস ও তৃণমূলের প্রায় ১৪০০ কর্মী-সমর্থক বিজেপিতে দিয়েছেন। এতে জেলায় বিজেপির হাত শক্তিশালী হবে।” বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা নেত্রী মালা ভট্টার্চায ও রাজ্য কমিটির পক্ষে প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া আলি হুসেন বলেন, “রাজ্যে অরাজকতা চলছে। এর থেকে রাজ্যকে একমাত্র বিজেপিই বাঁচাতে পারবে। তাই আমরা বিজেপিতে যোগ দিয়েছি।”

পথ অবরোধ

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলেন শান্তিপুরের গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সড়কের বেহাল দশা। রাস্তায় বড় বড় গর্ত। শীতের সময় ধুলো ওড়ে। স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই সমস্যার সম্মুখীন। এর আগেও একাধিকবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেছিলেন এলাকার মানুষ। এ দিন একই দাবিতে বেলা ১০ টা থেকে দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখা হয়। পুলিশ গিয়ে সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

দেহ উদ্ধার

পুকুর থেকে এক সদ্যোজাতর দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার শান্তিপুরের বাগচিবাগান এলাকায় একটি পুকুরে দেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশ দেহটি উদ্ধার করে।

শীত-সকালে। নতুন শম্ভুনগরে ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

গয়েশপুরে সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া।

brief story mur tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy