Advertisement
E-Paper

টুকরো খবর

নিম্নমানের ইট দিয়ে শিশু শিক্ষাকেন্দ্রের ভবন নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা বন্ধ করে দিলেন কাজ। রানিনগরের মালিপাড়া দক্ষিণ শিশু শিক্ষাকেন্দ্রে সিঁড়ি তৈরির কাজ শুরু হয়েছে দিন ১৫। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রথম থেকেই নিম্নমানের ইট দিয়ে কাজ চলছিল। বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেননি ঠিকাদার। মঙ্গলবার বিডিও-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বেলও তাঁদের দাবি।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০০:৫১

নিম্নমানের সামগ্রী, বন্ধ ভবন নির্মাণ

নিম্নমানের ইট দিয়ে শিশু শিক্ষাকেন্দ্রের ভবন নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা বন্ধ করে দিলেন কাজ। রানিনগরের মালিপাড়া দক্ষিণ শিশু শিক্ষাকেন্দ্রে সিঁড়ি তৈরির কাজ শুরু হয়েছে দিন ১৫। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রথম থেকেই নিম্নমানের ইট দিয়ে কাজ চলছিল। বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেননি ঠিকাদার। মঙ্গলবার বিডিও-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বেলও তাঁদের দাবি। রানিনগরের বিডিও সুব্রত মজুমদার কোনও অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেননি। তিনি বলেন, “অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।” এ দিকে ওই ঠিকাদার নজরুল ইসলাম নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে নিয়ে বলেন, “ইটভাঁটায় ভাল ইট ছিল না। তাই কিছু খারাপ ইট এসে গিয়েছিল। বৃহস্পতিবার কোনও কাজ হয়নি।” মালিপাড়া দক্ষিণ শিশু শিক্ষাকেন্দ্রে দোতলায় একটি নতুন ঘর ও সিঁড়ি তৈরির জন্য এ বছর বরাদ্দ হয় ৬ লক্ষ ৮০ হাজার টাকা। এসএসকের সম্পাদক পিন্টু শেখ বলেন, ‘‘আমরা ঠিকাদারকে বলেছি ইট বদলে কাজ শুরু করতে।”

বড়ঞায় স্কুলে চুরি

স্কুলের দরজা ভেঙে চুরি গেল কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার-সহ বেশ কয়েক হাজার নগদ টাকা। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দেপাড়া বিষ্ণুপুর হাইস্কুলে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা স্কুলের মাঠে হাঁটতে গিয়ে চুরির বিষয়টি খেয়াল করেন। সম্ভবত বুধবার গভীর রাতে স্কুলের দরজার তালা কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষকের ঘর অফিস ঘর-সহ বেশ কয়েকটি ঘরের আলমারি ভেঙে তছনছ করা হয় যাবতীয় নথি। প্রধান শিক্ষক কৌশিক ভট্টাচার্য বলেন, “স্কুলের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি রাখা ছিল কম্পিউটারে। কম্পিউটার চুরি যাওয়ায় বিশাল ক্ষতি হল।”

দুর্ঘটনায় জখম ৯

হাট থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত নয় ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কের উপর বড়ঞা থানার কায়থা মোড় এলাকায় তাদের লছিমনে ধাক্কা দেয় একটি খড় বোঝাই লরি। আহত ন’জনকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে কান্দি মহকুমা হাসাপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে বর্ধমানের পাঁচুন্দি হাট থেকে বড়ঞার ভাস্তর গ্রামে ফিরছিলেন ওই ব্যবসায়ীরা।

কবিতার আসর

সারাদিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল রানাঘাটের গোঁসাইচর রূপান্তরিত প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার দুপুর ১টা থেকেই শুরু হয় কবিতা পাঠ। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত নাথ, আবৃত্তিকার নৌসাদ আলি, সাংবাদিক স্বপন দাস-সহ এলাকার শিক্ষক গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কবি দীনেশ হাজারি-সহ অন্যান্যরা কবিতা পাঠ করেন।

brief story mur tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy