ত্বক নিয়ে বরাবরই সচেতন মহিলা-মহল। তবে বি-টাউনের নায়কদের মতো পেশিবহুল চেহারা তৈরিতে পুরুষেরা যতটা উৎসাহী, ততটা আগ্রহ চোখে পড়ে না রূপচর্চা নিয়ে। বরং পুরুষদের কাছে ত্বকচর্চা মানে জল দিয়ে মুখ ধোয়া বা বড়জোর সাবান বা ফেসওয়াশ ব্যবহার।
তবে সব কিছুতেই বদল আসে। দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড 'বিটিএস'-এর তরুণ সদস্যদের দেখে উদ্বুদ্ধ জ়েন জ়ি। প্রত্যেকেরই ত্বক ঝকঝকে, দাগছোপ মুক্ত। এমন ত্বক কী ভাবে পাওয়া যায়, জেনে নিতে পারেন তাঁদের থেকেই। পুরুষদের ত্বক মহিলাদের তুলনায় পুরু, অনেকের ত্বকে সেবাম (যা ত্বকের নিজস্ব তৈলাক্ত পদার্থ) ক্ষরিত হয় বেশি। ফলে তাঁদেরও ব্রণের সমস্যা হয়, ধুলোবালি জমে মুখ কালচে দেখায়। বর্তমানে দূষণ বেড়েছে। ফলে ত্বক ভাল রাখতে হলে শুধু জল দিয়ে ধোয়া যথেষ্ট নয়।
পুরুষেরা কী ভাবে রূপচর্চা করবেন?
ডবল ক্লিনজ়িং: বাড়তে থাকা দূষণ, তার উপর পুরুষদের ত্বকে যদি অতিরিক্ত সেবাম তৈরি হয়, তা হলে তার প্রভাবে মুখ চটচটে হয়ে যায়। ফলে জল দিয়ে মুখ ধোয়া যথেষ্ট নয়। দরকার ‘ডবল ক্লিনজ়িং’। প্রথমে মুখ ধুতে হবে মৃদু কোনও ফেসওয়াশ দিয়ে। তার পরে স্ক্রাব ব্যবহার করা দরকার। তবে নিয়মিত স্ক্রাব করার বদলে সপ্তাহে ২-৩ দিনই যথেষ্ট। আবার তেল যুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, ফোমিং বা ফেনা হয় এমন ফেশওয়াশ মাখা যেতে পারে। এতে ত্বক খুব ভাল ভাবে পরিষ্কার হবে।
আর্দ্রতা: কোরিয়ান পপ গায়কদের এক এক জন এক এক ভাবে ত্বকের যত্ন নেন। মিন ইয়ুঙ্গি মঞ্চে পরিচিত সুগা নামে। তাঁর রূপচর্চার তালিকায় থাকে ক্লিনজ়ার, ময়েশ্চারাইজ়ার এবং সানস্ক্রিন। মঞ্চে পরিচিত জে হোপের রূপচর্চায় যোগ হয় বাড়তি আর্দ্রতা। ত্বকে জেল্লা আনার জন্য এই ধাপ জরুরি। মুখ ভাল করে ধুয়ে নেওয়ার পরে টোনার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে। তার পরে দরকার এমন ময়েশ্চারাইজ়ারের পরত, যা হালকা হলেও ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
ফোলা মুখ: ঘুম থেকে উঠলে মুখ ফোলা দেখায়। মঞ্চে পরিচিত ‘ভি’ মুখের ফোলা ভাব কমাতে ফেশিয়াল মাসাজ় করেন, যাতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকে জমা লিম্ফোটিক তরল বেরিয়ে যায়।
সিরামের ব্যবহার: মুখে জমা মৃত কোষ বা অতিরিক্ত তেল পরিষ্কারের উপায় হল বিশেষ অ্যাসিডের ব্যবহার, যা সিরামে মেলে। ব্ল্যাকহেডস বা নাকের উপরের অতি সূক্ষ কালো রোমকূপগুলি ভিজে তোয়ালে ঘষে উঠিয়ে দেওয়া গ্রহণযোগ্য পন্থা নয়। এতে কাজও হয় না। বদলে বিটা হাইড্রক্সি অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করলে মুখ থেকে মৃত কোষ, বাড়তি তেল পরিষ্কার হয়ে যাবে।
তবে বিটিএসের সদস্যদের কথায়, প্রসাধনী বাছাইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয় নিয়মিত ত্বকের যত্নে নেওয়া। তাতে খামতি থাকলেই সমস্যা শুরু হবে।