বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এবং এ পারে সে দেশের জঙ্গি গ্রেফতার হওয়ার পরে, বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন বিএসএফের (সীমান্ত রক্ষী বাহিনী) দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিংহ পওয়ার। সাম্প্রতিক নির্দেশে জওয়ানদের বলা হয়েছে, তাঁদের সদাসতর্ক এবং সচেতন থাকতে হবে। তবে কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া, ‘চরম’ পদক্ষেপ করা যাবে না। বিশেষ করে, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া সীমান্ত নিয়ে বিএসএফ-কর্তার ওই বার্তা।
সীমান্তে রাতে নজরদারির উন্নতির স্বার্থে ইতিমধ্যে ‘নাইট ভিশন’ ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন আইজি। অনুপ্রবেশ বন্ধে সব রকমের ব্যবস্থা নেওয়ার জন্যও জওয়ানদের সতর্ক থাকতে বলেছেন। ইতিমধ্যেই সর্বত্র জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনও প্ররোচনায় জওয়ানেরা যাতে পা না দেন, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘‘বিএসএফকে রাজ্য পুলিশ সব সহযোগিতা করছে।’’
ঘটনা হল, বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির মধ্যে মুর্শিদাবাদ সীমান্তে সোনা পাচার চলছে। ডিসেম্বরের তিন সপ্তাহে সীমান্তে আটক করা হয়েছে ৮.০৭০ কেজি সোনা। সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে বিএসএফকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)