Advertisement
E-Paper

সহকর্মীর গুলিতেই ঝাঁঝরা বিএসএফ জওয়ান! চাঞ্চল্য মুর্শিদাবাদের সীমান্তে, কী নিয়ে কথা কাটাকাটিতে এই পরিণতি?

কথা কাটাকাটির সময় বিএসএফ জওয়ানকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন তাঁরই সহকর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। মৃত্যু হল মুর্শিদাবাদের ধুলিয়ানের সীমান্তে কর্তব্যরত জওয়ান রতন সিংহের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৬:২১

—প্রতীকী চিত্র।

কথা কাটাকাটির সময় বিএসএফ জওয়ানকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন তাঁরই সহকর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। মৃত্যু হল মুর্শিদাবাদের ধুলিয়ানের সীমান্তে কর্তব্যরত জওয়ান রতন সিংহের। রবিবার ভোরে জঙ্গিপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশ জেলা।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পাণ্ডে বলেন, ‘‘দুই কনস্টেবল শমসেরগঞ্জে মোতায়েন ছিলেন। এই মুহূর্তে এর বেশি আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। বাকি কী ঘটেছে, তা পুলিশ জানাবে।’’

পুলিশ সূ্ত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পাহারঘাঁটি সীমান্তে মোতায়েন ছিলেন রতন। তাঁর সঙ্গে বচসা বেধেছিল সহকর্মী বিকে মিশ্রের। সেই সময়েই গুলিবিদ্ধ হন রতন। দাবি, দু’জনেই মদ্যপ ছিলেন। কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় দু’জনের। তখনই বিকে মিশ্র নিজের সঙ্গে থাকা ইনসাস রাইফেলটিকে ‘ব্রাশ মোডে’ নিয়ে গিয়ে গুলি চালাতে থাকেন। কমপক্ষে ১৩ রাউন্ড গুলি চালানো হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি গুলি রতনের দেহে লাগে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর শব্দ পেয়ে ছুটে যান বাকি সহকর্মীরা। রক্তাক্ত ও জখম অবস্থায় রতনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে রতনের মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জঙ্গিপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকেরা। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত জওয়ানকে। বিবাদের কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

bsf jawan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy