Advertisement
০২ মে ২০২৪
Bus Strike at Murshidabad

বাস ধর্মঘটের ডাক ২৭শে

সেই মতো মুর্শিদাবাদে বাস ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনকে চিঠি দিয়ে সেই ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের কর্তারা।

স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে বাস।

স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে বাস। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ০৯:৫০
Share: Save:

বরাবরই বাস রুটে বেআইনি অটো-টোটো সহ নানা যাত্রিবাহী যান চলাচলের অভিযোগ তুলে এসেছেন বাস ব্যবসায়ীরা। সে সব যানবাহন চলাচল বন্ধ করার দাবি তুলেছেন বারবার। এ বার একই দাবিতে ধর্মঘটে নামছেন মুর্শিদাবাদের বাস ব্যবসায়ীরা। দু’দিন আগেই ‘মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল’ বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে আগামী সোমবার, ২৭ তারিখে ২৪ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।

সেই মতো মুর্শিদাবাদে বাস ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনকে চিঠি দিয়ে সেই ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের কর্তারা। পড়শি জেলার বাস ব্যবসায়ীদের ধর্মঘটে শামিল হওয়ার আবেদন জানানো হয়েছে। তবে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‘বাস ব্যবসায়ীরা আমার কাছে এখনও আসেননি। এলে তাঁদের দাবি কী জানতে পারব। তবে লালগোলা রাজ্য সড়কে বেআইনি অটো বন্ধ করার উদ্যোগ হয়েছে।’’

মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন কুমার অধিকারী বলেন, ‘‘জেলা জুড়ে বিভিন্ন বাস রুটে বেআইনিভাবে টোটো, অটো সহ যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। যার জেরে বাসে যাত্রী হচ্ছে না। তাই আমরা ২৭ নভেম্বর জেলা জুড়ে ২৪ ঘণ্টার জন্য বাস পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তার পরেও প্রশাসন পদক্ষেপ না করলে ১০ ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Berhampore bus strike Murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE