ছুটির দিনে হুল্লোড় আর আনন্দের আমেজ এক নিমেষে বিষাদে পরিণত হল! বাবা-মায়ের সঙ্গে পিকনিক করতে এসে তাঁদের চোখের সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চার বছরের এক শিশুকন্যার। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কল্যাণী পিকনিক গার্ডেন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর বাড়ি উত্তর ২৪ পরগনার বরাহনগরের ন’পাড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বরাহনগর থেকে একটি বাসে করে বেশ কয়েক জন কল্যাণীর পিকনিক গার্ডেনে চড়ুইভাতি করতে গিয়েছিলেন। প্রাতরাশের পর চার বছরের ওই শিশুকন্যাকে নিয়ে টোটোয় চেপে কল্যাণী শহর ঘুরতে বেরিয়েছিলেন বাবা-মা। প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোর পিছনের আসনে একাই বসেছিল শিশুটি। যাওয়ার পথে রাস্তায় থাকা একটি স্পিড ব্রেকার বা বাম্পারের কাছে আচমকা ব্রেক কষেন টোটোচালক। ঝাঁকুনিতে টোটো থেকে ছিটকে সরাসরি রাস্তায় পড়ে যায় ওই শিশু। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটি বাস দ্রুত গতিতে আসছিল। শিশুটি সামলে ওঠার আগেই বাসের চাকা তাকে পিযে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “সব কিছু এত দ্রুত ঘটে গেল যে, কিছু করার সুযোগ ছিল না। টোটোর ঝাঁকুনিতে মেয়েটা রাস্তায় পড়ল আর পিছন থেকে আসা বাসটা ওকে পিষে দিয়ে গেল।” ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার থাকলেও যানের গতি নিয়ন্ত্রণে অনেক সময় খামতি থাকে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় কল্যাণী থানার পুলিশ। ঘাতক বাস ও টোটোটিকে আটক করার প্রক্রিয়া শুরু হয়েছে।