প্রতিমা বিসর্জন ঘিরে আবার গন্ডগোল নদিয়ার কৃষ্ণনগরে। এ বার সরস্বতীপুজোর ভাসানে সংঘর্ষে জড়ালেন দুই ক্লাবের সদস্যেরা। তাঁদের মারপিট, ইটবৃষ্টিতে আতঙ্কিত হয়ে দৌড়োলেন দর্শনার্থীরা। অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল কৃষ্ণনগরে। রাস্তার দু’ধারে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। ঠিক তখনই তাল কাটল দুই ক্লাবের সদস্যদের মারামারিতে।
কোতোয়ালি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘ষষ্ঠীতলা বারোয়ারি’ এবং ‘গেট রোড বারোয়ারি’ নামে দুই ক্লাবের সদস্যদের বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয় প্রথমে। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা তাঁদের সরিয়েই দেন। কিন্তু তার মধ্যেই ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়। রাস্তার উপরে প্রতিমা রেখে দুই ক্লাবের সদস্যেরা মারামারি করতে থাকেন। আতঙ্কে সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে। উন্মত্তদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এই পরিস্থিতিতে কিছু ক্ষণের জন্য থেমে যায় ভাসান। ইতিমধ্যে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। রাতে মারামারিতে বেশ কয়েক জন জখম হয়েছেন বলে খবর।
আরও পড়ুন:
এর আগে জগদ্ধাত্রী থেকে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় অশান্তির ঘটনা ঘটেছে। বাগ্দেবীর আরাধনা শেষেও সেই ঘটনার পুনরাবৃত্তি হল কৃষ্ণনগরে। এখনও ওই এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে নতুন করে উত্তেজনা ছড়ায়নি।