বিরিয়ানির দোকানে দুই মত্ত খরিদ্দারের গোলমালে অশান্ত হাওড়ার টিকিয়াপাড়ার এলাকা। রবিবার রাতে ইটবৃষ্টি, বোমাবাজির অভিযোগ এলাকায়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িতে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। টিকিয়াপাড়ার একটি বিরিয়ানির দোকানে উপস্থিত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়ে তাঁদের একজন থুতু ছেটান। সেই নিয়ে দোকানদার-সহ উপস্থিত কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয় দু’জনের। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শুরু হয় মারামারি।
অভিযোগ, বচসা করে দুই যুবক চলে যান একটি বাড়িতে। ওই বাড়ির ছাদ থেকে শুরু হয় ইটবৃষ্টি। রাস্তা থেকে লোকজন প্রতিবাদ করেন। চিৎকার-চেঁচামেচি করায় ওই দুই যুবকের সঙ্গে আরও কয়েক জন মিলে ইটের টুকরো ছুড়তে থাকেন বিরিয়ানির দোকানের দিকে। এর মধ্যে আরও একটি পক্ষ পাল্টা ইট ছুড়তে থাকে। এতে বেশ কয়েক জন জখম হয়েছেন।
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, তখন বোমাবাজিও হয়। তাঁদের দাবি, তিন-চারটে বোমা পড়েছে রাস্তায়। ধোঁয়ায় ভরে যায় এলাকা। এখানেই শেষ নয়, ওই গন্ডগোলে কয়েকটি বাড়িতেও ভাঙচুর চলে বলে অভিযোগ।