বছর সাতেকের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গোবিন্দ পাত্র এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। রানাঘাট এলাকার শুক্রবার বিকেলের ওই ঘটনায় শনিবার অভিযোগ দায়ের হয়। পরদিনই পুলিশ গোবিন্দকে গ্রেফতার করে। রানাঘাট মহকুমার হাসপাতালে ওই শিশুকন্যার শারীরিক পরীক্ষা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জেলা পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, ‘‘অভিযোগ পেয়েই ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ির পাশে বাড়ি গোবিন্দদের। এ দিন বিকালে মেয়েটি বাড়ির পাশে একটি মাঠে খেলছিল। সেই সময় তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গোবিন্দ ধর্ষণ করে বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। তাকে রানাঘাট মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রানাঘাটের প্রাক্তন সিপিএম বিধায়ক অলোককুমার দাস বলেন, ‘‘গোবিন্দকে বাঁচানোর চেষ্টা করছিল তৃণমূল। অভিযোগ তুলে নেওয়ার জন্য চেষ্টাও চালিয়েছিল। কিন্তু বিষয়টি জানার পর আমরা মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়েছি। গোবিন্দকে গ্রেফতারের জন্য পুলিশকে জানিয়েছি।’’
অভিযোগ অস্বীকার করে রানাঘাট-১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ সরকার বলেন, ‘‘গোবিন্দকে রক্ষা করার চেষ্টা করা হয়নি। কাউকে ভয়ও দেখানো হয়নি। এ ধরনের কাজ দল সমর্থন করে না। পুলিশকে পদক্ষেপ করতে বলেছি।’’