Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জামিন পেলেন খড়গ্রামের বিধায়ক

কলকাতা হাইকোর্টে আগাম জামিন নিয়েছিলেন। এ বার জামিন পেলেন নিম্ন আদালতেও। মুর্শিদাবাদের খড়গ্রামের সেই কংগ্রেস বিধায়ক আশিস মারজিৎকে শনিবার পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় জামিন দিল রামপুরহাট এসিজেএম আদালত।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০২:১৪
Share: Save:

কলকাতা হাইকোর্টে আগাম জামিন নিয়েছিলেন। এ বার জামিন পেলেন নিম্ন আদালতেও। মুর্শিদাবাদের খড়গ্রামের সেই কংগ্রেস বিধায়ক আশিস মারজিৎকে শনিবার পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় জামিন দিল রামপুরহাট এসিজেএম আদালত।

আশিসবাবুর আইনজীবি তথা কংগ্রেস নেতা মিল্টন রশিদ এ দিন বলেন, ‘‘উচ্চ আদালত আশিসবাবুকে জামিন দিয়ে চার সপ্তাহের মধ্যে নিম্ম আদালতে জামিন নেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ মেনে আমার মক্কেল আজ রামপুরহাট এসিজেএম আদালতে হাজির হয়েছিলেন। পাঁচ হাজার টাকা বন্ডের বিনিময়ে বিচারক রাকেশ গুহরায় আশিসবাবুর জামিন মঞ্জুর করেছেন।’’ অন্য দিকে, সরকারি আইনজীবী অথীন্দ্রকুমার মণ্ডল জানান, উচ্চ আদালতে জামিনের নির্দেশ পেয়ে অভিযুক্ত বিধায়ক হাজির হয়েছিলেন। এ ক্ষেত্রে একমাত্র সুপ্রিম কোর্টেই তাঁর জামিন আটকানো যেতে পারে। তাই এ ক্ষেত্রে জামিনের কোনও বিরোধিতা করা হয়নি।

সম্প্রতি বীরভূমের মাড়গ্রাম থানার চাঁদপাড়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর একটি সভায় ওই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে পুলিশকে জড়িয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। গত ২৭ জুনের ওই ঘটনায় বীরভূম পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে পরের দিনই আশিসবাবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯, ৫০৪, ৫০৫/১ বি ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছিল। কংগ্রেস যদিও আশিসবাবুর পাশেই দাঁড়িয়েছিল। এমনকী, আর তখনই পুলিশের বিরুদ্ধে পক্ষপাত এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছিল কংগ্রেস। দাবি তুলেছিল দলীয় ওই বিধায়ক তথা দলের তফশিলি সেলের চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারেরও। পুলিশ যদিও তাতে কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত গত ২০ জুলাই আশিসবাবু কলকাতা হাইকোর্টে আগাম জামিন পান।

আগের মতোই এ দিনও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন খড়গ্রামের কংগ্রেস বিধায়ক। জামিন পাওয়ার পরে এ দিন আঅদালত চত্বরে তিনি বলেন, ‘‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।এ রকম হাজার বার মিথ্যা মামলায় জড়ালেও বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের আন্দোলনকে ওরা দমিয়ে রাখতে পারবে না।’’ আশিসবাবুর সঙ্গে এ দিন আদালতে এসেছিলেন মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের কংগ্রেস সভাপতি আব্দুস সালাম এবং খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সহ সভাপতি কানাইলাল ঘোষও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE