Advertisement
০৮ মে ২০২৪

বাসের রেষারেষিতে প্রাণ গেল যুবকের

দুই বাসের গতির রেষারেষিতে প্রাণ গেল এক যুবকের। গুরুতর জখম হলেন আর এক যুবক। রবিবার দুপুরের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণীর ২ নম্বর বাজার। ঘাতক বাসটি ভাঙচুর করে উত্তপ্ত জনতা। মৃতের নাম শিবশঙ্কর রায় (৩২)। জখম তাঁর বন্ধু বিজয় সরকার।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০১:৩৬
Share: Save:

দুই বাসের গতির রেষারেষিতে প্রাণ গেল এক যুবকের। গুরুতর জখম হলেন আর এক যুবক। রবিবার দুপুরের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণীর ২ নম্বর বাজার। ঘাতক বাসটি ভাঙচুর করে উত্তপ্ত জনতা। মৃতের নাম শিবশঙ্কর রায় (৩২)। জখম তাঁর বন্ধু বিজয় সরকার। দুজনেরই বাড়ি কল্যাণীর সীমান্ত এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে দু’ নম্বর বাজারের সামনে একটি বাতি স্তম্ভের নীচে নিজের মোটরবাইকের উপর বসে ছিলেন শিবশঙ্করবাবু ও বিজয়বাবু। সেই সময় একটি মগরা-গয়েশপুর রুটের একটি মিনি বাস গয়েশপুরের দিকে যাচ্ছিল। তার পিছনে আসছিল ২৭ নম্বর রুটের একটি বাস। এই বাসটি মিনি বাসকে টপকানোর জন্য ধাওয়া করে। গতি বাড়িয়ে দেয় মিনি বাসটিও।

এই সময় নিয়ন্ত্রন হারিয়ে ২৭ নম্বর রুটের বাসটি লেন ভেঙে পাশের লেনে চলে যায়। সেটি সরাসরি একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। সেই ল্যাম্প পোস্টের নিচেই ছিলেন শিবশঙ্করবাবুরা। বাসের ধাক্কায় বাতি স্তম্ভটি ভেঙে যায়। চাকার তলায় পিষ্ট হন শিবশঙ্করবাবু। গুরুতর জখম হন বিজয়বাবু। তাঁকে জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যায়। ক্ষুব্ধ জনতা বাসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসের চালকের বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। তার খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

death youth bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE