Advertisement
১৯ মে ২০২৪

মাদক, ধৃত ‘চিকিৎসক’

মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রানিনগরের শেখপাড়া বাজারের ঘটনা। ধৃতের নাম জে এ বিশ্বাস ওরফে জার্মান। সে এলাকায় তিনি নিজেকে ‘চিকিৎসক’ বলে পরিচয় দিত। চেম্বার থেকে ফেন্সিডিল-সহ নানা রকমের নেশার দ্রব্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৭
Share: Save:

মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রানিনগরের শেখপাড়া বাজারের ঘটনা। ধৃতের নাম জে এ বিশ্বাস ওরফে জার্মান। সে এলাকায় তিনি নিজেকে ‘চিকিৎসক’ বলে পরিচয় দিত। চেম্বার থেকে ফেন্সিডিল-সহ নানা রকমের নেশার দ্রব্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের দাবি, চিকিৎসক সেজে সে সীমান্তের এই বাজারে মাদক পাচারের ব্যবসা চালাত। তার ডিগ্রি যে ভুয়ো সেটাও স্বীকার করেছে সে। জেলার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, ‘‘ভুয়ো এমবিবিএস ডিগ্রির বোর্ড লাগিয়ে রানিনগরের শেখপাড়া বাজারে চিকিৎসা করছিল জে এ বিশ্বাস। তাছাড়া তার চেম্বার থেকে নানা নেশার ওষুধ মিলেছে। ঘটনার তদন্ত চলছে।’’

এতদিন তার এমবিবিএস ডিগ্রি নিয়ে এলাকার মানুষ গায়ে না মাখলেও গ্রেফতারের পর এই মুন্না ভাইয়ের গল্পে মেতেছে রানিনগর। মানুষের মুখে মুখে ঘুরছে তার সেই মুরগি চুরির ঘটনা।

প্রতিবেশীদের দাবি, বছর বারো আগে গ্রামেই একটি একটি মুরগি চুরির ঘটনায় ধরা পড়ে সে। পরে তা নিয়ে সালিশি বসার আগেই গ্রাম ছাড়ে জার্মান। আর তার পর বছর পাঁচেক বাইরে কোথাও কাটিয়ে এলাকায় ফেরে। মূলত মাদকের ব্যবসা করার জন্য সে সীমান্তের ওই বাজারে চেম্বারের নামে ডেরা গা়ড়ে সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doctor Arrested Drug trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE