একযুগ ধরে চলছে লড়াই। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ? হেন কোনও জায়গা যেখানে আবেদন নিবেদন করা হয়নি। কিন্তু কথা রাখেনি কেউ। এ বার তাই আর অপেক্ষা নয়, শ্মশান গড়তে নেমে পড়লেন জলঙ্গির সাগরপাড়ার মানুষ।
তাঁদের কথায়, ‘‘ঢের হয়েছে, কেউ কথা রাখেনি। এ বার নিজেদের কাজ নিজেদেরই সারতে হবে।’’প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে ছয় কাঠা জমি কেনা হয়েছে। পদ্মার পাড়ে জামালপুরে ওই শ্মশান গড়তে যাবতীয় প্রস্ততি শেষ। আগামী মার্চ মাসের শ্মশান তৈরির কাজ শেষ হবে। ইতিমধ্যে কেউ বালি, সিমেন্ট বা ইট দিতে রাজি হয়েছেন।
শ্মশান কমিটির সদস্য অসীম হালদার জানান, ওই এলাকায় কোনও শ্মশান নেই। দেহ দাহ করতে হলে বহরমপুর দৌড়তে হয়। ফলে এলাকার সাধারণ মানুষের কথা ভেবে দীর্ঘ দিন ধরে প্রশাসনের দোরে দোরে ঘুরছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নেন নিজেরাই শ্মশান গড়বেন।