আশঙ্কা মিথ্যে হলে কার না ভাল লাগে!
সোমবার দুপুর পর্যন্ত কাঁটা হয়েছিলেন ওঁরা। বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাতেও পুলিশ সুপার মুকেশ কুমার ও জেলাশাসক পি উলগানাথন রীতিমতো শঙ্কায় ছিলেন— ‘এই বুঝি ম্যাডাম ধমক দিয়ে বসেন!’
ঘাম দিয়ে জ্বর ছাড়ল রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রী নানা বিষয়ে কথা বলছিলেন। তার মধ্যেই মুখ্যমন্ত্রী আচমকা বলেন, ‘‘দু’একটি বিষয়ে একটু খামতি থাকলেও, উলগা রিয়েলি ভাল কাজ করছে।’’ তার পরেই মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘ডিএম ও এসপি দু’জনেই খুব ভাল কাজ করছে। দৌলতাবাদের দুর্ঘটনার দিনও দেখেছি, দু’জনেই ভাল কাজ করেছে।’’