নাবালিকাকে জোর করে বিয়ে এবং শারীরিক নির্যাতনের অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত নাবালিকার বাবাও। বৃহস্পতিবার রাতে নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে হরিহরপাড়ার মালোপাড়া এলাকার ৩০ বছরের এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় ১৬ বছর বয়সি ওই নাবালিকাকে। অভিযোগ, বিয়ের পর থেকে কিশোরীকে সহবাসে বাধ্য করতেন তাঁর স্বামী। চলত মারধরও।
নির্যাতিতার আরও অভিযোগ, স্বামীর অত্যাচার থেকে বাঁচতে যখন সে নিজের বাবার কাছে যায়, তখন তিনিও তাকে মারধর করেন। জোর করে স্বামীর কাছে পাঠিয়ে দেন।