পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে মারধর করে নিজে আত্মঘাতী হলেন স্বামী। ষষ্ঠীর রাতে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ মহেশগঞ্জের নেহরু নগর কলোনিতে। মৃতের নাম মহাদেব বিশ্বাস (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশগঞ্জের বাসিন্দা মহাদেব পেশায় মৎস্যজীবী। কর্মসূত্রে তিনি পূর্ব মেদিনীপুরের দিঘায় থাকেন। মাঝেমধ্যে বাড়ি আসেন। পুজো উপলক্ষে গত বৃহস্পতিবার দিঘা থেকে বাড়ি ফেরেন ওই ব্যক্তি।
প্রতিবেশীরা জানিয়েছে, মহাদেব বাড়িতে এসে বেশির ভাগ সময়ে মদ্যপ অবস্থায় থাকতেন। এই নিয়ে প্রবল অশান্তি হত তাঁর স্ত্রী গীতা বিশ্বাসের সঙ্গে। ষষ্ঠীর রাতেও যথারীতি মদ্যপান করে বাড়ি ফেরেন মহাদেব। মদ খাওয়ার প্রতিবাদ করেন গীতা। তাতেই মহাদেব ক্ষিপ্ত হয়ে স্ত্রী গীতার উপরে চড়াও হন। গীতাকে বেধড়ক মারধর শুরু করেন। মারের চোটে এক সময়ে জ্ঞান হারিয়ে ফেলেন তাঁর স্ত্রী। ওই