Advertisement
২০ এপ্রিল ২০২৪

তালাবন্ধ আবাসনে গোলমেলে কারবার

স্থানীয় সূত্রের খবর, আগে ফরাক্কা ব্যারাজে প্রায় হাজার তিনেক কর্মী ছিলেন। এখন সংখ্যাটা নেমে এসেছে ছ’শোয়।

নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০১:১৬
Share: Save:

যা কর্মীদের থাকার জন্য বরাদ্দ ছিল, তারই একাংশ দখল করে কয়েক ঘণ্টার জন্য ভাড়া খাটানোর কারবার চলছে। ফরাক্কা ব্যারাজের আবাসনে এই কারবারের বিষয়টি নজরে আসায় নড়ে বসেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কর্মী আবাসনের ৬ নম্বর ব্লকের এক ‘পরিত্যক্ত’ ও তালাবন্ধ আবাসনে হানা দিয়ে দুই স্কুলপড়ুয়া কিশোরী ও তাদের সঙ্গী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বিকেলে পাকড়াও করা হয়েছে নিমাই সাহা নামে আবাসনের বেআইনি দখলদার এক ব্যবসায়ীকেও। পুজোর সময়ে দমদম থেকে বেড়াতে এসে ফরাক্কা ব্যারাজের এমনই এক ‘পরিত্যক্ত’ আবাসনে নৈশ আসরে অসুস্থ হয়ে পড়েছিলেন এক যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। তাঁর তিন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরেই ফাঁকা আবাসন ভাড়া খাটানোর কথা জানতে পারে পুলিশ। তার পর নজরদারি শুরু হয়েছিল।

স্থানীয় সূত্রের খবর, আগে ফরাক্কা ব্যারাজে প্রায় হাজার তিনেক কর্মী ছিলেন। এখন সংখ্যাটা নেমে এসেছে ছ’শোয়। অবসরের পরেও কেউ-কেউ সরকারি আবাসনে রয়ে গিয়েছেন। আবার অনেকে ফরাক্কা ছেড়ে চলে গেলেও তাঁদের আবাসন বকলমে দিয়ে গেছেন স্থানীয়দের। এই রকম শতাধিক তালাবন্ধ ‘পরিত্যক্ত’ আবাসনেই চলছে কারবার। ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ জানান, ৬ নম্বর ব্লকের আবাসন যাঁর নামে ছিল তিনি বেশ কিছু দিন আগে সেটি ছেড়ে ওডিশা গিয়েছেন। দুপুর ১২টা নাগাদ তাঁরা সেখানে গিয়ে দেখেন, বাইরে থেকে তালা বন্ধ। ভিতর থেকে শব্দ আসছে। তালা ভেঙে ঘরের মধ্যে দুই কিশোরী ও দুই যুবককে পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Illegal business locked housing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE