ট্রাক্টরের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে রানাঘাটের ছোটবাজার ও দক্ষিণপাড়ার ঘটনা। ঘণ্টা দেড়েক পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। এ দিন বিকালে ছাত্রীর মৃতদেহ নিয়ে মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম বান্টি বিশ্বাস (১৪)। সে স্থানীয় লালগোপাল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সড়কপাড়া খেয়াঘাট এলাকায় বাড়ি তাদের। এ দিন দুপুর ১২টা নাগাদ সাইকেলে বাজারে যাচ্ছিল বান্টি। সেই সময় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বোসপাড়ায় পালচৌধুরী স্ট্রিটে একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকে শহরে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। সে জন্য, শহররে বিভিন্ন জায়গায় রাস্তা কেটে পাইপ বসানো হচ্ছে। এর কারণে রাস্তাগুলো অবস্থা বেহাল। সেখান দিয়ে চলাচল করা যাচ্ছে না। রানাগাহট পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও কংগ্রেস নেতা দুলাল পাত্র বলেন, “পুরপ্রধানের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে।’’
রানাঘাট পুরসভার পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “ঘটনাটি দুঃখজনক। শহরে জল প্রকল্পের কাজ চলছে। রাস্তা কেটে পাইপ বসানো হচ্ছে। এ জন্য মাইকে প্রচার কার হয়েছে। রাস্তায় নো এন্ট্রি থাকা সত্ত্বেও মানুষ কথায় কান না দেওয়ার জন্য সমস্যা হচ্ছে।”